রাকিবুল হাসান রকির হ্যাটট্রিকে বাংলাদেশ সেনাবাহিনীকে ৬-৩ গোলে হারিয়ে প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ বিমানবাহিনী। বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশ বিমানবাহিনী এই জয়ে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে তারা।
Advertisement
গ্রুপ রানার্সআপ হয়েছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। গোল ব্যবধানে বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেয় তারা।
গ্রুপের তিনটি দল ৩ পয়েন্ট করে নিয়ে খেলা শেষ করে। গোল পার্থক্যে বিমান বাহিনী (+২), হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য (০) পেছনে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনীকে (-২)।
এদিকে বাংলাদেশ পুলিশকে ৯-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী। আবারও হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম। বিকেএসপি গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারের টিকিট পেয়েছে।
Advertisement
শনিবার দুপুর সাড়ে ১২টায় প্রথম সেমিফাইনালে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদের বিপক্ষে খেলবে বাংলাদেশ নৌবাহিনী। বিকাল আড়াইটায় দ্বিতীয় সেমিফাইনালে বিকেএসপির মুখোমুখি হবে বাংলাদেশ বিমানবাহিনী।
আরআই/এমএইচ/জেআইএম