শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের তকমা গায়ে এঁটে বিপিএলের কোচিং করিয়েছেন খালেদ মাহমুদ সুজন। এখন আর বিসিবি পরিচালক পদে নেই তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেছেন। মানে, আগামী বিপিএলে বিসিবির কোনো পদে বসে কোচিং করাচ্ছেন না জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
Advertisement
আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ২০২৫ আসর। এবারও বিপিএলে ঢাকা ক্যাপিটালসের কোচের দায়িত্ব পালন করবেন সুজন। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির নাম ঢাকা গ্লাডিয়েটরস ও ঢাকা ডায়নামাইটস থাকাকালেও কোচ ছিলেন তিনি। তার অধীনে বেশ কয়েকবার ফাইনাল খেলেছে ঢাকা। চ্যাম্পিয়নও হয়েছে।
সুজনের ঢাকা ক্যাপিটালসের মালিক এবার দেশের সিনেমা জগতের সেরা ও জনপ্রিয় তারকা শাকিব খান। তবে এখন পর্যন্ত শাকিব খানের সঙ্গে দেখা হয়নি সুজনের।
দেখা না হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। কারণ, দলের কার্যক্রম শুরু হয়েছে কেবল আজ বৃহস্পতিবার। দু’একদিনের মধ্যেই দেখা হবে বলেই প্রত্যাশা সুজনের। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে সে তথ্যই জানান তিনি।
Advertisement
সুজন বলেন, ‘দুর্ভাগ্যবশত, এখনও আমার সঙ্গে দেখা হয়নি। নিশ্চয়ই (দ্রুত) হয়তো হবে (দেখা)। দু’একদিনের মধ্যেই হয়তো। আমি ব্যস্ত ছিলাম। উনিও ব্যস্ত থাকে অবশ্যই।’
ঢাকা ক্যাপিটালসকে নিয়ে শাকিব খানের প্রত্যাশা কেমন হতে পারে, সে প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘প্রত্যেকটা টিমই বানানো হয় ভালো কিছুর আশায়। ফাইনাল খেলা, চ্যাম্পিয়ন হওয়ার আশায়। এই ফরম্যাটটা তো অবশ্যই ভাগ্য লাগে। যদি ভাগ্য অনুকূলে আসে তাহলে কেন হবে না। কথা হলে বুঝতে পারবো, ওনার (শাকিব) প্রত্যাশাটা কী।’
৪ দিন পর শুরু হবে বিপিএল। আজ প্রথম দিনের মতো অনুশীলনে নেমেছিল ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। যেহেতু প্রথম দিনের অনুশীলন, তাই পুরো দলকে একসঙ্গে পাননি কোচ সুজন।
সুজনের ভাষায়, এটা বিপিএলের স্বাভাবিক রীতি যে প্রথম দিন সবাইকে পাওয়া যায় না অনুশীলনে। বিশেষ করে বিদেশি খেলোয়াড়রা আসেন না। এবার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসেও তাই।
Advertisement
তিনি বলেন, ‘প্রথম দিনে অনুশীলন খুব একটা ভালো হয় না। বিদেশি খেলোয়াড়রা আসেন না। স্থানীয় ক্রিকেটারদের অনেকে বিশ্রামে থাকে। একটা টুর্নামেন্ট (এনসিএল টি-টোয়েন্টি) শেষ হলো। অবশ্যই তাদের বিশ্রাম দরকার। পেস বোলার যারা আছে বা জাতীয় দলের বোলাররা ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা লম্বা ট্যুর করে এসেছে। তাদেরও বিশ্রাম দরকার।’
প্রথম দিনের অনুশীলনে মোস্তাফিজুর রহমান এসেছেন জানিয়ে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজ এসেছে, লিটন আসেনি, মুগ্ধকে পাইনি, তামিম ছিল না। আবারও তাদের একটি মিলনমেলা হবে। যদিও ছেলেরা খেলার মধ্যেই ছিল। কিন্তু যখন পুরো টিম আসবে, তখন ভালো লাগবে।’
এআরবি/এমএইচ/জেআইএম