গতকাল বুধবার দিনগত মধ্যরাতে আগুন লাগে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। একই রাতে আরও এক অগ্নিকাণ্ড হয়। রাজধানীর ইস্কাটন এলাকায় সচিব নিবাসে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনপোড়া অফিস দেখে বিমর্ষ আসিফ, বললেন ‘আমাদের সব শেষ হয়ে গেছে’সচিবালয়ে আগুন নাশকতা কি না তদন্তের পর বলা যাবেতিনি বলেন, বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে খবর আসে ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত সচিব নিবাসের ২০ তলা ভবনের ৪ তলার এক বাসার রান্নাঘরে আগুন লাগে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলেগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ আগুনে কেউ হতাহত হননি বলেও জানান আনোয়ারুল ইসলাম দোলন।
Advertisement
টিটি/কেএসআর/জেআইএম