বিরাট কোহলি শাস্তি পাবেন, তা অনুমিতই ছিল। এবার শাস্তি নিশ্চিতও হলো। ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে ভারতীয় সাবেক অধিনায়ককে। ডানহাতি এই ব্যাটারকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি।
Advertisement
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন টেস্টে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের শাসিয়ে রান তুলে সফরকারীদের চক্ষুশূলে পরিণত হন অসি ওপেনার কনস্টাস। এরপর অস্ট্রেলিয়ার ইনিংসের ১০ ওভারের খেলা শেষ হলে অপ্রত্যাশিত এই ঘটনা ঘটে।
মোহাম্মদ সিরাজের শেষ বলে সিঙ্গেল নেওয়ার পর গ্লাভস খুলে অন্য প্রান্তে ব্যাটিং পার্টনার উসমান খাজার দিকে হাঁটতে শুরু করেন কনস্টাস। কোহলি বল কুড়িয়ে নিয়ে কনস্টাসের দিকে এগিয়ে যান।
অস্ট্রেলিয়ান ওপেনার দিক বদলাননি, ভারতীয় কিংবদন্তিও একই লাইনে হেঁটে যান। এরপর দুজনের ধাক্কা লাগে। কোহলি তখন ঘুরে দাঁড়িয়ে কনস্টাসের উদ্দেশে কিছু বাক্যবাণ ছুঁড়ে দেন। এরপর উসমান খাজা এসে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। অন-ফিল্ড আম্পায়াররাও কথা বলেন কোহলি এবং কনস্টাসের সঙ্গে।
Advertisement
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ৯০ হাজার দর্শকদের সামনে কোহলির এমন আচরণের তাৎক্ষণিক প্রতিবাদ করেন রিকি পন্টিং। এমনকি ভারতীয় ধারাভাষ্যকার রবি শান্ত্রীও বলে ওঠেন, কোহলি কাজটি ঠিক করেননি। ক্রিকেটভক্তদের কেউ কেউ মন্ত্রব্য করেন যে, কোহলি ‘গায়ে পড়ে ঝগড়া’ করতে এসেছেন।
৩৬ বছর বয়সী ভারতীয় ক্রিকেটারের শাস্তি নিশ্চিত করে আইসিসি বিবৃতিতে বলেছে, ‘কোহলি আইসিসির আচরণবিধির ২.১২ ধারা ভঙ্গ করেছেন; যা একজন প্লেয়ার, সহকারী স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সাথে দৃষ্টিকটু শারীরিক সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত।’
উল্লেখিত ধারায় বলা হয়েছে, কোনো ক্রিকেটার, সহকারী স্টাফ, আম্পায়ার বা রেফারি, দর্শকদের সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংঘর্ষ ঘটালে শাস্তি হতে পারে। সেই ক্ষেত্রে অপরাধটি ইচ্ছাকৃত ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।
আইসিসির সেই তদন্তেই দোষী সাব্যস্ত হয়েছেন কোহলি। অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন তিনি। যে কারণে বাড়তি শুনানির প্রয়োজন হয়নি। ঘটনাটি এখানেই মীমাংসা হয়ে গেছে।
Advertisement
এমএইচ/জিকেএস