আন্তর্জাতিক

ডলারের বিপরীতে রুপির অব্যাহত পতন

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসম্বের) রেকর্ড পতনের মধ্য দিয়ে রুপির লেনদেন শেষ হয়। মূলত ডলারের চাহিদা ও শক্তিশালী অবস্থানের কারণে এমন চিত্র দেখা যাচ্ছে।

Advertisement

ডলারের বিপরীতে লেনদেন শেষ হয় ৮৫ দশমিক ২৬২৫ রুপিতে। এর আগের সেশনের মূল্য দাঁড়িয়েছিল ৮৫ দশমিক ২০ রুপিতে।

ভারতীয় মুদ্রাটির মূল্য ৮৪ থেকে ৮৫ রুপিতে নামতে সময় লেগেছে দুই মাসের বেশি। অন্যদিকে ৮৩ থেকে ৮৪ রুপিতে নামতে লাগে ১৪ মাস।

মধ্য অক্টোবরে মুদ্রাটির মূল্য কমে ৮৪ রুপির নিচে নামে। এরপর থেকেই ডলারের বিপরীতে রুপির অব্যাহত পতন দেখা যায়। এর অন্যতম কারণ হলো ধীর অর্থনৈকি প্রবৃদ্ধি, ফরেইন আউট ফ্লো ও ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আতঙ্ক।

Advertisement

যদিও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) ক্রমাগত হস্তক্ষেপ রুপির পতনকে নিয়ন্ত্রণে রেখেছে।

ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদনখাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।

তবে ভারত এখনো দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। কারণ চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমকি ৬ শতাংশ।

সূত্র: রয়টার্স

Advertisement

এমএসএম