আইন-আদালত

রিমান্ড শেষে কারাগারে কামরুল-সোলায়মান

বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ঢাকা উত্তরের ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম ভূইয়াকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আসামিদের আদালতে উপস্থিত করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান।

আরও পড়ুন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার

গত ১৮ ডিসেম্বর কামরুল ইসলাম ও সোলায়মান সেলিমের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত এ রিমান্ডের আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়।

Advertisement

এতে অনেক বিএনপির নেতাকর্মী আহত ও যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

এমএএস/বিএ