জাতীয়

সম্পদের হিসাব দেওয়ার সময় বাড়লো আরও দেড় মাস

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার সময় আরও দেড় মাস বাড়লো। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পদের হিসাব দেওয়া যাবে বলে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Advertisement

আগের নির্ধারিত সময় অনুযায়ী সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার সময় আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো।

আরও পড়ুন মুয়ীদ চৌধুরীর অপসারণ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা যেসব সম্পদের হিসাব দিতে হবে কর্মচারীদের, যেভাবে দাখিল করবেন

সরকারি কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে চলতি বছরের সম্পদের হিসাব বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে সম্পদ বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানো হয়।

Advertisement

মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত ১৬ বছরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি। কিভাবে এটা জমা দিতে হবে তা অনেকেই বুঝতে পারছেন না। এ জন্য সময় দুই দফা বাড়ানো হয়েছে।

আরএমএম/এসআইটি/জিকেএস