জাতীয়

আগুনের তীব্রতা বেড়েছে, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে চার ঘণ্টা অতিবাহিত হতে চললেও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

Advertisement

সবশেষ ভোর ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট যোগ হয়েছে। মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায় রাত ১টা ৫২ মিনিটে। এরপর প্রথম ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে বাড়ানো হয় ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর আসে। প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এরপর তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সবশেষ আরও দুটি ইউনিট যোগ দেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/জেডএইচ/

Advertisement