দেশজুড়ে

পত্রিকার প্রকাশকের বাসায় মিললো অস্ত্র-মাদক, গ্রেফতার ৩

ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক জাহান পত্রিকার প্রকাশক শেখ মেহেদী হাসান নাদিমের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় নাদিমসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।

Advertisement

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে নগরীর মাসকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

পুলিশ জানায়, মাসকান্দায় নাদিমের বাসায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক রয়েছে বলে তথ্য ছিল। পরে যৌথ অভিযান চালায় পুলিশ, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে চাকু, ড্যাগার, চাপাতি, রামদা, এয়ারগান বুলেট, ১২ বোতল ভারতীয় মদ, ফেনসিডিলের খালি বোতল, ৬৯০ পিস ইয়াবাসহ ৯৯ ড্রাম অবৈধ পামওয়েল উদ্ধার করা হয়। এসময় শেখ মেহেদী হাসান নাদিমসহ তিনজনকে গ্রেফতার করে তাদের একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়।

Advertisement

ওসি সফিকুল ইসলাম বলেন, এই অবৈধ কাজের নেতৃত্বে ছিলেন নাদিম। তিনি এর আগেও অবৈধ অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম