কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই পর্যটকের সন্ধান ২৪ ঘণ্টা পার হলো মেলেনি।
Advertisement
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় সরেজমিনে দেখা যায়, নিখোঁজ পর্যটক শাওন দত্ত ও প্রিয়ন্ত দাশের মরদেহ পেতে স্বজনসহ কাপ্তাই ফায়ার সার্ভিস সদস্যরা অপেক্ষা করছেন।
নিখোঁজ প্রিয়ন্ত দে এর কাকা তাপস দে বলেন, ভাটিয়ারি যাওয়ার কথা বলে তারা ঘর থেকে বের হয়। এখানে কাপ্তাই আসবে সেটা জানায়নি। তারা বন্ধুরা চট্টগ্রাম পাথরঘাটা একসঙ্গে হয়ে কাপ্তাই আসে। আমরা তাদের নিখোঁজের বিষয়টা সামাজিক মাধ্যমে অবগত হই। এরপর খোঁজ নেওয়া শুরু করি। আমরা প্রশাসনের কাছে সন্তানদের মরদেহের সন্ধান চাই।
কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে এখন পর্যন্ত তারা মরদেহের সন্ধান চলছে। মরদেহ না পাওয়া পর্যন্ত অনুসন্ধান চলবে।
Advertisement
তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ডুবুরি দল কার্যক্রম স্থগিত করে। বুধবার মরদেহ ভেসে উঠার সম্ভাবনা থাকায় তারা আজ পানিতে নামেনি।
এএইচ/জেআইএম