শুধুমাত্র বড় সিনেমায় যুক্ত হওয়া নয়, বরং ধারাবাহিকভাবে সফল সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করার মাধ্যমে তারকাদের আয় এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। গ্লেন পাওয়েল, জোই সালদানা, এবং মারগট রবি তাদের দীর্ঘমেয়াদী উপস্থিতির মাধ্যমে এই তালিকার শীর্ষে রয়েছেন। এছাড়াও হলিউডে চলতি বছরে উঠতি তারকাদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন অনেকেই। ফ্যাশন-স্টাইলেও অনেকে মাতিয়ে রেখেছেন বছরটা।
Advertisement
আয়ের হিসেবে সেরা তারকারাগ্লেন পাওয়েলদ্য নাম্বার্স নামে একটি গণমাধ্যম হলিউডে চলতি বছরে আয়ের হিসেবে নিকেশে একটি তালিকা করেছে সেরা ১০০ জনের। গেল কয়েক বছরের সঙ্গে চলতি বছরের হিসেব মিলিয়ে তালিকাটি প্রকাশ করেছে তারা। সেখানে সবার শীর্ষে রয়েছেন গ্লেন পাওয়েল। তিনি ২০২৪ সালের অন্যতম সেরা তারকা, যার স্টার স্কোর ২৪০। তিনি ৪টি প্রধান সিনেমায় অভিনয় করেছেন এবং প্রতি সিনেমায় গড়ে ৩ মিলিয়ন ডলার আয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে টপ গান: মাভেরিক এবং টুইস্টার্স অন্যতম। তার ধারাবাহিক সফলতা তাকে এই তালিকার শীর্ষে নিয়ে এসেছে।
জোই সালদানাবক্স অফিসে জোই সালদানা একটি শক্তিশালী নাম। তার স্টার স্কোর ২৩৮, এবং তিনি ৩টি বড় সিনেমায় অভিনয় করেছেন। তার গড় আয় প্রতি সিনেমায় ৩.৩ মিলিয়ন ডলার। গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ভল. ৩ এবং অ্যাভাটার সিরিজের মত বড় ফ্র্যাঞ্চাইজিতে তার ভূমিকা তাকে এই অবস্থানে নিয়ে এসেছে।
অস্টিন বাটলারঅস্টিন বাটলার ২০২৪ সালের অন্যতম নতুন তারকা হিসেবে উঠে এসেছেন, যার স্টার স্কোর ২২৯। তার ৩টি প্রধান সিনেমা রয়েছে এবং প্রতিটি সিনেমার গড় আয় ২.৭ মিলিয়ন ডলার। এলভিস সিনেমার মাধ্যমে তিনি বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন, যা তার বক্স অফিস পারফরম্যান্সকে আরও শক্তিশালী করেছে।
Advertisement
অস্কার বিজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ং'ও ২০২৪ সালের তারকাদের মধ্যে অন্যতম, যার স্টার স্কোর ২২২। তিনি ৩টি বড় সিনেমায় অভিনয় করেছেন এবং প্রতি সিনেমায় গড় আয় ২.৭ মিলিয়ন ডলার। তার অভিনীত ‘এভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো তার বক্স অফিসে সফলতা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেছে।
মারগট রবিতালিকার পাঁচ নম্বরে আছেন মারগট রবি। তিনি বছরজুড়ে একাধিক সেরা সিনেমায় প্রধান ভূমিকা পালন করেছেন, যার মধ্যে বার্বি অন্যতম। তার স্টার স্কোর ২১৯ এবং প্রতি সিনেমায় গড় আয় ৫.৮ মিলিয়ন ডলার। তিনি তার অভিনয় এবং প্রযোজনায় সমানভাবে সফল।
এছাড়াও তালিকায় আছেন যথাক্রমে ভায়োলা ডেভিস, জেনা ওরটেগা, ফ্লোরেন্স পিউ, প্যাট্রিক উইলসন, ক্রিস প্র্যাট, অ্যানথনি রামোস, মার্ক ওয়ালবার্গ, টিমোথি শ্যালামেট, টম ক্রুজ, কেইলি স্পেইনি, রায়ান রেনল্ডস, কিংসলি বেন-এডির প্রমুখ।
আইএমবিডির তালিকায় শীর্ষ ১০ তারকানানা তথ্য ও সাফল্যের উপর নির্ভর করে আএমবিডি সম্প্রতি ২০২৪ সালের শীর্ষ ১০ তারকার তালিকা প্রকাশ করেছে। এটি তাদের স্টারমিটার র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তৈরি। চার্টে সবচেয়ে বেশি পেজ ভিউ পাওয়া ১০ জন তারকাকে এই তালিকায় স্থান দেওয়া হয়েছে। ২৫০ মিলিয়নেরও বেশি মাসিক ভিজিটরদের পছন্দের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়, যা তাদের জনপ্রিয়তা এবং অভিনয় ক্যারিয়ারের উত্থানকে তুলে ধরে।
Advertisement
এই তালিকার শীর্ষে রয়েছে সিডনি সুইনি। তিনি ২০০৯ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ‘ওয়ান্স আপঅন আ টাইম... ইন হলিউড’ এবং ‘এনিওয়ান বাট ইউ’ সিনেমার মাধ্যমে পরিচিতি অর্জন করেন। তিনি ইউফোরিয়া, দ্য হোয়াইট লোটাস, শার্প অবজেক্টস এবং দ্য হ্যান্ডমেইড’স টেইল সিরিজগুলিতে অভিনয় করেছেন। চলতি বছর তিনি ‘মাদাম ওয়েভ’ ও ‘ইম্যাকুলেট’- এ দেখা গেছে।
এলা পারনেলএলা পারনেল ২০১০ সালে ‘নেভার লেট মি গো’ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘কিক-অ্যাস ২’, ‘ম্যালিফিসেন্ট’, ‘মিস পেরেগ্রিন’স হোম ফর পিকিউলিয়ার চিলড্রেন’ এবং ‘স্টার ট্রেক: প্রডিজি’সহ একাধিক বিখ্যাত সিনেমায় কাজ করেছেন। চলতি বছর ‘ফল আউট’ ও ‘সুইট পি’-তে কাজ করে আলোচনায় এসেছেন তিনি।
ক্রিস্টিন মিলিয়টিক্রিস্টিন মিলিয়টি ২০০৬ সালে ‘দ্য সোপ্রানোস’ সিরিজের তিনটি পর্বে অতিথি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ সিনেমা এবং ‘হাউ আই মেট ইওর মাদার’, ‘ফার্গো’, ‘ব্ল্যাক মিরর’, ‘মডার্ন লাভ’- এর মতো টিভি সিরিজেও কাজ করেছেন। চলতি বছর তিনি সবার মন জয় করেছেন ‘দ্যা পেঙ্গুইন’ এবং ‘হিট-মাংকি’-তে কাজ করে।
এইজা গঞ্জালেজমেক্সিকোর টেলিনোভেলা থেকে হলিউডে আসা এইজা গঞ্জালেজ বেশ কয়েকটি হিট সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘বেবি ড্রাইভার’, ‘আলিতা: ব্যাটল অ্যাঞ্জেল’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্রেজেন্টস: হব্বস অ্যান্ড শ’ , ‘ব্লাডশট’ এবং ‘গডজিলা ভার্সাস কং’ উল্লেখযোগ্য। চলতি বছরে তার আলোচিত কাজ থ্রি বডি প্রবলেম, দ্য মিনিস্ট্রি অফ আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ার, মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, লা মাকিনা।
গ্লেন পাওয়েলগ্লেন পাওয়েল ২০০৩ সালে ‘স্পাই কিডস ৩ডি: গেম ওভার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘টপ গান: মাভেরিক’, ‘টুইস্টার্স’, ‘হিডেন ফিগার্স’ এবং ‘স্ক্রিম কুইন্স’সহ ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার দক্ষতা ও বৈচিত্র্য তাকে তারকা খ্যাতির শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছে। চলতি বছরে তিনি ‘হিটম্যান’ ও ‘টুইস্টার’ ছবিতে কাজ করে প্রশংসিত হয়েছেন।
এছাড়াও এই তালিকায় আছেন রেবেকা ফার্গুসন, ড্যাফনে কিন, ইভ হিউসন, নিকোলা কোগলান, ব্যারি কিওঘানের মতো তারকা।
পাওয়ারফুল তরুণ তারকাআইএমবিডি ২০২৪ সালে হলিউডের সবচেয়ে পাওয়ারফুল তরুণ তারকারও একটি তালিকা করেছে। সেখানে সেরা ১০০ জনের মধ্যে শীর্ষে আছেন আমেরিকান অভিনেত্রী জেনা ওরতেগা। সেরা ১০ জনের মধ্যে আরও আছেন যথাক্রমে হান্টার শেইফার, সাবরিনা কার্পেন্টার, আয়ো এডেবিরি, নিকোলাস গ্যালিটজিন, ব্যারি কিওহন, ঝারেল জেরোম, টেলর রাসেল, লিও উডল, ইসাবেলা ফেরের।
জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতার্যাংকারডটকম নামে একটি সাইট পাঠকদের ভোটের রায়ে ২০২৪ সালের সেরা ৭৫ জন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নাম প্রকাশ করেছে। সেখানে ২৩৮৩টি ভোট পেয়ে সবার শীর্ষে জায়গা পেয়েছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওয়ার্থ। সেরা ২০ জনের তালিকায় আরও আছেন টম হল্যান্ড, পেড্রো পাস্কাল, ক্রিস প্র্যাট, এন্ড্রু গারফিল্ড, বেনেডিক্ট কাম্বারবাচ, ব্র্যাড পিট, টিমোথি শ্যালামেট, টম হ্যাঙ্কস, ডোয়াইন জনসন, টম ক্রুজ, জিম কেরি, অ্যাডাম স্যান্ডলার, স্যামুয়েল এল. জ্যাকসন, মাইকেল বি. জর্ডান, ডেনজেল ওয়াশিংটন, জেক গিলেনহাল, উইলেম ড্যাফো, রবার্ট প্যাটিনসন এবং ড্যানিয়েল ক্রেইগ।
জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রীর্যাংকারের সেরা ১০ অভিনেত্রীর তালিকায় শীষে আছেন ‘বার্বি’ গার্ল মার্গট রবি। তিনি পেয়েছেন ২৬৭৭ ভোট। তালিকায় আরও আছেন যথাক্রমে স্কারলেট জোহানসন, জেনডায়া, জেনা অরটেগা, এমা স্টোন, জেনিফার লরেন্স, এলিজাবেথ ওলসেন, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউ, আনা ডে আর্মাস, কেট উইনসলেট, আন্যা টেইলর-জয়, রেচেল ম্যাকএডামস, উইনোনা রাইডার, গ্যাল গ্যাডট, স্যান্ড্রা বুলক, অ্যাঞ্জেলিনা জোলি, জোয়ে সালদানা, হেইলি স্টেইনফেল্ড, মেরিল স্ট্রিপ।
এলএ/এমএস