কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল-১ এ সিন্ডিকেটের অপেক্ষায় থাকা বাংলাদেশিসহ একদল বিদেশিকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
Advertisement
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান, কেএলআইএ টার্মিনাল-১ এর অপারেশন কন্ট্রোলের ডেপুটি চিফ সুরেশ নাদারজাহ।
বিবৃতিতে বলা হয়, তদন্ত শেষে আটক বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এরমধ্যে কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে কিংবা কোন দেশের কতজন রয়েছেন তা জানানো হয়নি।
আরও পড়ুন:রাষ্ট্র সংস্কারে সাংবাদিকতার ভূমিকাবলা হয়, এই দলটি বিমান থেকে নেমে সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে সিন্ডিকেট সদস্যদের সংকেতের অপেক্ষা করছিলেন। ২৪ ঘণ্টার বেশি সময় বিমানবন্দরে ফাস্ট ফুড দোকানে এবং যাত্রীদের বসার স্থানে অপেক্ষা করছিলেন। কেউ কেউ আবার দুদিন ধরে অবস্থান করছিলেন।
Advertisement
পরে, ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, তদন্তে দেখা গেছে কিছু বিদেশি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা ইমিগ্রেশন কাউন্টারে যাননি। মূলত সিন্ডিকেটের সংকেতের অপেক্ষায় ছিলেন।
এমআরএম/জেআইএম
Advertisement