বিনোদন

২০২৪ সালের সেরা ১০টি ইংরেজি গান

চলতি বছরে হলিউডে জমজমাট ছিল গানের আঙিনা। নতুন পুরনো তারকরা বছরজুড়েই হাজির হয়েছেন নতুন নতুন গান নিয়ে। সেইসব গান মন ছুঁয়ে গেছে শ্রোতা-দর্শকের। অনেক গান জায়গা করে নিয়েছিল বিলবোর্ডের শীর্ষ তালিকাতেও। সেই তালিকা থেকে ২০২৪ সাল মাতিয়ে রাখা সেরা ১০টি গানের আলোচনা করা যাক-

Advertisement

কেনড্রিক লামার, ‘নট লাইক আস’

অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী আমেরিকান র‍্যাপ শিল্পী কেনড্রিক লামার বছরটা মাতিয়ে রেখেছেন ‘নট লাইক আস’ গান দিয়ে। কেনড্রিক লামার তার অনন্য শব্দচয়ন ও সূক্ষ্মতার জন্য পরিচিত। এই গানে তিনি জীবনের কঠিন বাস্তবতা, সমাজের অসাম্য এবং বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বিভাজন ও উত্তেজনা তুলে ধরেছেন। এটি এখন বিশ্বব্যাপী সুপারহিট গানে পরিণত হয়েছে।

বিয়ন্সে ফিচারিং মাইলি সাইরাস, ‘টু মোস্ট ওয়ান্টেড’

বিয়ন্সে ফিচারিং মাইলি সাইরাসের এ গানটি ব্যাপক আলোচনায় এসেছে। এই গানটি একটি চমৎকার কান্ট্রি রক এবং পপ শৈলীর মিশ্রণে তৈরি। বিয়ন্সে এবং মাইলি সাইরাস এতে দ্বৈত কণ্ঠ দেয়ার পাশাপাশি একত্রে অভিনয়ও করেছেন।

টিনাশে, ‘ন্যাস্টি’

এই গানটি একটিও গ্র্যামি মনোনয়ন পায়নি, আর এটাকেই একটা হতাশাজনক বিষয় হিসেবে বিবেচনা করেছে হলিউডের গণমাধ্যমগুলো। গানটি বিট এবং রিদমের জন্য প্রকাশ্যে আসার পর থেকেই হিট হয়ে যায়। এটি এমন একটি স্লিক ট্র্যাক যা আপনার শরীরকে নাচতে বাধ্য করে। হিপ-হপ গানটির কথা ও গায়কীতে খুঁজে পাবেন শক্তি, আবেদন এবং সৃজনশীলতার এক অসাধারণ সমন্বয়। টিনাশে এই গানটির মাধ্যমে তার পুরোনো স্টাইলের প্রতি নতুন এক রিফ্লেকশন তৈরি করেছেন। এই গানটি ডান্স ফ্লোরের জন্য তৈরি, যা মঞ্চে পারফর্ম করার জন্যও খুব উপযুক্ত।

Advertisement

চার্লি এক্সসিএক্স, ‘৩৬০’

এই গানের বরাতে বলা যায় যে ২০২৪ সালটি ছিল চার্লি এক্সসিএক্সের। ২০২৪ সালে একটি বড় হিট হিসেবে উত্থান হয়েছে গানটির। এই গানটির সুর এবং বিটের মধ্যে একটি শক্তিশালী ইলেকট্রনিক উপাদান রয়েছে, যা শ্রোতাদেরকে রিদমে মাতিয়ে রাখে। নাচের সঙ্গে মঞ্চে পারফর্ম করতে এই গানটি দারুণ সঙ্গী হতে পারে। গানটিতে স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং নিজস্ব পথ অনুসরণের একটি শক্তিশালী বার্তা প্রদান করা হয়েছে যা তারুণ্যের মধ্যে প্রভাব ফেলেছে।

বেনসন বুন, ‘বিউটিফুল থিংস’

টিকটক হয়তো বুনের এই গানটিকে ভাইরাল করেছে, কিন্তু এই গানটি আরও বিশেষ। এটিকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া হিট বলে পাশ কাটানোর সুযোগ নেই বরং এই উঠতি গায়কের রকিং ভোকাল এবং চমৎকার বার্তার জন্যও এটি প্রশংসনীয়।

গ্লো রিল্লা ফিচারিং সেক্সি রেড, ‘হোয়াট ইউ নো অ্যাবাউট মি’

বিটে সমৃদ্ধ এই গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পায়। ২০২২ সালের পর এ গান দিয়ে বিরাট সাফল্য অর্জন করেন গ্লো রিল্লা। তার সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছেন সেক্সি রেড। তাদের গানটির মধ্যে রয়েছে একটি আগ্রাসী, আত্মবিশ্বাসী এবং শক্তিশালী বার্তা যা হৃদয়কে উজ্জীবিত করে। এই গান দিয়ে হিপ-হপ এবং র্যাপ জগতের দুইটি শক্তিশালী তরুণ কণ্ঠশিল্পী গ্লো রিল্লা এবং সেক্সি রেড তরুণদের মনে নতুন করে নোঙর ফেলেছেন।

সাব্রিনা কার্পেন্টার, ‘এসপ্রেসো’

গানটি উপভোগ্য, উৎসাহ যোগায় এবং মনে সজীবতা নিয়ে আসে। সাব্রিনা কার্পেন্টার কণ্ঠের মিষ্টতা এবং স্পষ্টতা বজায় রেখেছেন এই গানটির মধ্যে। তার কণ্ঠের প্রতিটি উচ্চারণ এবং মেলোডি শ্রোতাদের আকর্ষণ করে। এ গানের মাধ্যমে তিনি তার পপ সঙ্গীতের প্রজ্ঞা এবং গায়কির শক্তি আরও এক ধাপ সামনে নিয়ে এসেছেন। গানটি প্রকাশের পরই টিকটক এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। তবে এই রেশটা হারিয়ে যাবে না, বরং দীর্ঘদিন শ্রোতাদের হৃদয়ে থাকবে এটি। যে কোনো মুহূর্তে এক কাপ কফি হাতে সাবরিনার ‘এসপ্রেসো’ গানটি দারুণ সঙ্গী হতে পারে।

Advertisement

সামার ওয়াকার, ‘হার্ট অব এ ওম্যান’

এই গানে সামার ওয়াকার তার ভালোবাসা, ব্যথা এবং আত্মবিশ্বাসের যাত্রা তুলে ধরেছেন। গানটি প্লে করলে আপনি ৯০-এর দশকে চলে যাবেন যখনে আর অ্যান্ড বি পপ রেডিওর যুগ শাসন করতো। পুরনো সেই আমেজ নিয়ে সামার তার নিজস্ব সাউন্ড এবং শৈলীতে এই গানে আধুনিকতা মিশিয়েছেন। গ্রুভি বেস, মেলোডিক কণ্ঠ এবং আবেগপূর্ণ সুর গানটিতে সুরেলা কিন্তু শক্তিশালী প্রভাব সৃষ্টি করেছে। এটি মূলত নারীদের শক্তি, আন্তরিকতা এবং তাদের আন্তরিকতা ও অনুভূতির গভীরতা সম্পর্কে বার্তা দেয়। আরও সহজভাবে বলা যায়, এই গান বলতে চেয়েছে যে নারীর হৃদয় কখনোই দুর্বল নয়, বরং এটি এক অসীম শক্তির উৎস। একবার শুনেই দেখুন না...

টেলর সুইফট ফিচারিং পোস্ট মালোন, ‘ফোর্টনাইট’

ফিচারিংয়ের রাজা বলা হয় পোস্ট মালোনকে। বিয়ন্সের সঙ্গে তার ভোকাল এক্সচেঞ্জ একটি ম্যাজিক তৈরি করেছিল। কিন্তু টেলর সুইফটের সঙ্গে সেটি আরও বেশি সাফল্য বয়ে এনেছে। ‘ফোর্টনাইট’ একটি চমৎকার সুরের মিষ্টি কথার গান। এটি শুনতে শুনতে মন ব্যাকুল হয়। মনে হবে এটা আপনারই জন্য তৈরি। টেলর সুইফট তার মেলোডিক কণ্ঠ এবং মজবুত কথার মাধ্যমে গানের আবেগপূর্ণ ও গভীর অনুভূতির বিকাশ ঘটিয়েছেন এই গানে। পোস্ট মালোনের অংশও খুবই কার্যকরী। তার হালকা সুরে স্লো র‍্যাপ এবং গায়কীর স্টাইল গানটির মধ্যে একটি অন্যরকম রিদম এনেছে।

মেগান মোরনি, ‘নো কলার আইডি’

যদি আপনি মোরনির গান না শুনে থাকেন তবে ‘নো কলার আইডি’ দিয়ে শুরু করতে হবে। গানটির নামই একটি তীব্র এবং সরল বার্তা দেয়- যেখানে মেগান তার অতীতের সম্পর্কের কলগুলো আর গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। গানটি একটি ব্রেকআপ এবং আত্মবিশ্বাসের অঙ্গীকার নিয়ে গড়া, যেখানে তিনি নিজেকে মুক্ত করে জীবনের নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছেন। গানটি প্রকাশ হওয়ার পর শ্রোতাদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করে।

এছাড়াও আয়ারা স্টার ফিচারিং গিভিয়নের ‘লাস্ট হার্টব্রেক সং’, ব্লেক হোয়াইটেনের ‘রোলিন' স্টোন’, ডোচির ‘নিসান আলটিমা’, ফ্লো ফিচারিং গ্লো রিল্লার ‘ইন মাই ব্যাগ’, মেগান দ্য স্ট্যালিয়নের ‘বিগার ইন টেক্সাস’ গানগুলোও বছরজুড়ে শ্রোতাদের প্রিয় তালিকায় ছিল।

এলএ/এমএস