বিনোদন

২০২৪ সালে হলিউডে ছিল সিক্যুয়েলের জোয়ার

২০২৪ সালে হলিউডে বেশ কিছু সিক্যুয়েল মুভি মুক্তি পেয়েছে। সেগুলো দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। অনেক ছবি আয়ের রেকর্ড করেছে, হয়েছে প্রশংসিত। আবার অনেক ছবি সমালোচনার জন্ম দিয়েছে।

Advertisement

নিচে কিছু প্রধান সিক্যুয়েল মুভির মুক্তির তারিখ, আয় এবং ব্যয়ের বিবরণ দেওয়া হলো-

ডেডপুল ৩

মার্ভেল কমিকসের জনপ্রিয় চরিত্র ডেডপুলের তৃতীয় কিস্তি 'ডেডপুল ৩' ২০২৪ সালের মে মাসে মুক্তি পায়। এই মুভিতে রায়ান রেনল্ডসের ডেডপুল এবং হিউ জ্যাকম্যানের উলভারিন একসাথে উপস্থিত হয়েছেন। ছবিটি যেমন ভালো আয় করেছে তেমনি পেয়েছে প্রশংসাও।

ডিউন ২

২০২১ সালে মুক্তি পাওয়া মহাকাব্যিক বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর ছবি ‘ডিউন’ দারুণ সাড়া জাগিয়েছিল। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছয়টি ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়ে রীতিমত হইচই ফেলে দেয়। চলতি বছরের ১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পায় ছবিটির সিক্যুয়েল ‘ডিউন: পার্ট টু’। ফ্রাঙ্ক হার্বার্টের ১৯৬৫ সালের দুই খণ্ডের উপন্যাস ডিউনের দ্বিতীয় খণ্ডের উপরে নির্মিত হয়েছে। ডেনিস ভিলেনিউভ পরিচালিত এ ছবিতে টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, স্টেলান স্কারসগার্ড, ডেভ বাউটিস্তা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসন, জেন্ডায়া, শার্লট র‌্যাম্পলিং এবং জাভিয়ের বারডেম আগের ছবির মতোই তাদের নিজ নিজ ভূমিকায় রয়েছেন। অস্টিন বাটলার, ফ্লোরেন্স লুক্স ও ফ্লোরেন্স ওয়েলেক্স দ্য ক্রিস্ট ও ফ্লোরেন্স সেফেরিং-কে দ্বিতীয় কিস্তিতে নতুন চরিত্রে দেখা যায়। ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।

Advertisement

জোকার: ফলি আ ডিউ

হোয়াকিন ফিনিক্স অভিনীত 'জোকার' মুভির সিক্যুয়েল 'জোকার: ফলি আ ডিউ' ২০২৪ সালের ৪ অক্টোবর মুক্তি পায়। এই মিউজিক্যাল ধারার মুভিতে লেডি গাগা হার্লি কুইন চরিত্রে অভিনয় করেছেন। আর জোকার চরিত্রে ছিলেন জোয়াকিন ফিনিক্স। তবে সিনেমাটি মোটেও দর্শকের প্রত্যাশা মেটাতে পারেনি। বক্স অফিসেও আশানুরূপ সাফল্য পায়নি ‘জোকার ২’।

কুংফু পান্ডা ৪

'কুংফু পান্ডা' সিরিজের চতুর্থ কিস্তি 'কুংফু পান্ডা ৪' ২০২৪ সালের মার্চ মাসে মুক্তি পায়। এই মুভিতে পো পিং নতুন অভিযানে বেরিয়ে পড়ে এবং নতুন শত্রু 'দ্য ক্যামেলিয়ন' এর মোকাবেলা করে। ছবিটি ভালোই সাড়া পায় বক্স অফিসে।

ভেনম: দ্য লাস্ট ড্যান্স

'ভেনম' ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি 'ভেনম: দ্য লাস্ট ড্যান্স' ২০২৪ সালের ২৫ অক্টোবর মুক্তি পায়। টম হার্ডি আবারও ভেনম চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে দেখা যায় ভেনমের মৃত্যু হয়েছে। তাই মনে করা হচ্ছে ভেনমের আর ফিরে আসার সম্ভাবনা নেই। ছবিটি গল্প ও নির্মাণে বেশ জমজমাট। বক্স অফিসে যেমন ভালো আয় করেছে তেমনি বিশ্বজুড়ে পেয়েছে দর্শকের প্রশংসাও।

ট্রান্সফরমারস ওয়ান

'ট্রান্সফরমারস' ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন। এটি ২০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এই অ্যানিমেটেড সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমাটি ট্রান্সফরমার টয় লাইনের উপর ভিত্তি করে নির্মিত। ছবিটি বক্স অফিসে প্রায় ১৩০ মিলিয়ন ডলার আয় করেছে।

Advertisement

অ্যালিয়েন: রোমুলাস

'অ্যালিয়েন' ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল হিসেবে ১৮ অক্টোবর মুক্তি পায় ‘অ্যালিয়েন: রোমুলাস’। এই কল্পকাহিনী ভিত্তিক ভৌতিক ছবিটি ভালো আয় করতে সক্ষম হয়েছে। আগে মুক্তি পাওয়া ‘এলিয়েন: কোভেনেন্ট’ দর্শককে আশাহত করলেও রোমুলাস সে স্মৃতি ভুলিয়ে দিয়েছে। এটি নতুন প্রজন্মকে আবারো পরিচয় করিয়ে দিচ্ছে এলিয়েন জগতের সঙ্গে।

স্মাইল ২

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত 'স্মাইল' ছবির সিক্যুয়েল এটি। ছবিটি ১৬ অক্টোবর আন্তর্জাতিকভাবে বিশ্বজুড়ে মুক্তি পায়। এই সাইকোলজিক্যাল হরর সিনেমাটি ইতিমধ্যে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। ‘ভেনম ৩’ - এর সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করেছে সিনেমাটি।

কিংডম অফ দ্য প্ল্যানেট অফ এপস

'প্ল্যানেট অফ এপস' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ চলচ্চিত্র এটি। ছবিটি ২৪ মে মুক্তি পেয়ে ভালো সাফল্য অর্জন করেছে। এই সিনেমাটি একজন তরুণ বনমানুষের গল্প বলে যে মানুষ এবং বনমানুষের অস্তিত্ব নির্ধারণের জন্য দুঃসাহসিক এক যাত্রা করে।

গ্লাডিয়েটর ২

বলা চলে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা এটি। ২৪ বছর আগে মুক্তি পাওয়া কালজয়ী ‘গ্লাডিয়েটর’ ছবির সিক্যুয়েল হিসেবে এই ছবি নিয়ে ছিল দর্শকের অধীর অপেক্ষা। অবশেষে ২২ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। রিডলি স্কট পরিচালিত এই ছবিতে গ্লাডিয়েটর চরিত্রে মূল ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছেন পল মেসকাল। ছবিটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে ৪৬২ মিলিয়ন ডলার। এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে ‘গ্লাডিয়েটর ২’।

মোয়ানা ২

ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন মুভি 'মোয়ানা'র সিক্যুয়েল ‌‘মোয়ানা ২’ ২০২৪ সালের ২৭ নভেম্বর মুক্তি পায়। মুক্তির ১৯ দিনের মধ্যে এটি ৭০০ মিলিয়ন ডলার (প্রায় ৮৩ হাজার কোটি টাকা) আয় করে রেকর্ড সৃষ্টি করেছে।

‘মুফাসা: দ্য লায়ন কিং’

এই ছবিটি অবশ্য সিক্যুয়েল নয়, বরং প্রিকুয়েল। ওয়াল্ট ডিজনি পিকচার্স প্রযোজিত সিনেমাটি ১৯৯৪ সালের 'দ্য লায়ন কিং' এর প্রিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে। ব্যারি জেনকিন্স পরিচালিত এই চলচ্চিত্রটি ২০ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। এখন পর্যন্ত ভালো আয়ের দিকে এগুচ্ছে সিনেমাটি। চলচ্চিত্রটির কাহিনি মুফাসার শৈশব এবং রাজা হয়ে ওঠার যাত্রা নিয়ে। এখানে দেখানো হয়েছে, কীভাবে বাবা-মা হারা এক সিংহশাবক মুফাসা প্রাইড ল্যান্ডের রাজা হয়ে ওঠে।

সোনিক ৩

ছবিটি ‘সোনিক দ্য হেজহগ ৩’ নামে মুক্তি পেয়েছে ২০ ডিসেম্বর। এই চলচ্চিত্রটি জনপ্রিয় 'সোনিক দ্য হেজহগ' সিরিজের তৃতীয় কিস্তি, যা সোনিকের নতুন অ্যাডভেঞ্চার এবং প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার সংঘর্ষের গল্প নিয়ে আবর্তিত। এটি দিয়ে অনেকদিন পর সিনেমায় ফিরেছেন জিম ক্যারি। বছরের সেরা আয়ের সিনেমা হওয়ার পথে ছুটছে এটি। প্রত্যাশার চেয়েও বেশি মিলছে দর্শক সাড়া।

এলএ/এমএস