রাজনীতি

৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। তিনি আগামী ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বলে কয়েকটি গণমাধ্যম ‘সূত্রের বরাত’ দিয়ে প্রতিবেদন করেছে। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতারা এ ব্যাপারে এখনো মুখ খুলছেন না। বিএনপির মিডিয়া সেলও এ ব্যাপারে অন্ধকারে।

Advertisement

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার সফরসঙ্গীদের একটি তালিকা ছড়িয়ে পড়ে। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা মামুন খান এবং শ্যামলী, ওই তালিকা প্রকাশ করে তা চূড়ান্ত বলে দাবি করেছেন।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন।

বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, খালেদা জিয়া সাতজন চিকিৎসকসহ ১৬ সদস্যের একটি দল নিয়ে ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি ৭ জানুয়ারি রাত ১১টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

Advertisement

আরও পড়ুন:

বিএনপির বছরের বড় অর্জন ‘সরকার পতন’

ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নেবেন। তার ব্যক্তিগত চিকিৎসক, কর্মকর্তা, পরিবারের সদস্য এবং অন্য নেতারা সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন।

ওই তালিকা অনুযায়ী, সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ মোহাম্মদ আউয়াল, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, ডা. মো. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নূরুদ্দীন আহমাদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, ডা. শরিফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান, প্রটোকল কর্মকর্তা এস এম পারভেজ এবং হাউজমেড ফাতেমা বেগম ও রূপা শিকদার।

খালেদা জিয়ার লন্ডনযাত্রার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার আসন্ন সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এ সফরে খালেদা জিয়া ভিআইপি প্রটোকল পাবেন। ফেরার পথে পালন করবেন ওমরাহ।

Advertisement

কেএইচ/এমএইচআর/এমএস