দেশজুড়ে

খুলনায় পরিবহন ধর্মঘট : দুর্ভোগে যাত্রীরা

তিন দফা দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট ডাক দিয়েছে।সাতদিনের আল্টিমেটাম মেনে না নেয়ায় শনিবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু এ পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন।রোববার সকাল থেকে ধর্মঘট শুরু হওয়ায় বাস, ট্রাক, ট্রাংকলরি, কাভার্ড ভ্যানসহ সকল প্রকার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের হাজার হাজার মানুষ। প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে বিচার কাজ শেষ করা; নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রিন লাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। মিলন রহমান/এসএস/এমএস

Advertisement