যে সুখের অসুখ আসে নীরব বিষাদ নিয়েকরা নাড়ে কংক্রিট ঘেরা রুদ্ধ দ্বারে গিয়েপোড়েন নাকি সে অসুখে গভীর কোন রাতেদহনখানি বুকে চেপে নীল জোছনার সাথে
Advertisement
যে সুখের অসুখ বাসে অন্য কাউকে ভালোখুঁজে ফিরে মন পাড়াতে জীর্ণ স্মৃতিগুলোডোবেন নাকি সে অসুখে সূর্য যেমন ডোবেঅপেক্ষায় রাত্রি ফুরায় কেমন সকাল হবে?
যে সুখের অসুখ মাসে তিরিশটা দিন থাকেবলার দ্বিধা মনের বাঁধা আড়াল করে রাখেহারান নাকি সে অসুখে ব্যস্ততা সব ফেলেমন চাইলেই যেতে পারেন মন খারাপের দলে
যে সুখের অসুখ হাসে একলা থাকার দিনেচুকিয়ে দিতে সকল হিসেব দেনাপাওনা ঋণেফুরান নাকি সে অসুখে গহীন ভালোবাসামন বললেই সে অসুখে এখন যায় না আসা!
Advertisement
এসইউ/এমএস