ক্রিসমাসের দিনে ইউক্রেনজুড়ে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে। এছাড়া জ্বালানি অবকাঠামোরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। খবর এএফপির।
Advertisement
স্থানীয় সময় বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ইউক্রেনে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, কৃষ্ণসাগর থেকে ক্যালিবর ক্রজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া।
প্রায় তিন বছরের যুদ্ধে চলতি শীতে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে ইউক্রেন। কারণ মস্কো বোমাবর্ষণ ব্যাপক হারে বাড়িয়েছে এবং তাদের সৈন্যরা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
বুধবার সকালে খেরসন অঞ্চলের গভর্নর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেখানে একজন নিহত হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছে।
Advertisement
দিনিপ্রোপ্রেট্রোভস্ক অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি পৌঁছেছে। ওই অঞ্চলের গভর্নর লিসাক বলেন, রাশিয়া পাওয়ার গ্রিডের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন।
তিনি টেলিগ্রামে এক পোস্টে বলেন, শত্রুরা এই অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। বিমান হামলার সাইরেন না থামা পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
দিনিপ্রোপ্রেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সারজি লিসাক বলেন, ক্রিসমাসের প্রাক্কালে চালানো হামলার পর উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে ৪৩ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৭ জন।
বুধবার সকালে ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খারকিভেও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ওই অঞ্চলের মেয়র ইগোর তেরেকোভ এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, খারকিভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শহরে সিরিজ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই শহরের দিকে এখনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, রাশিয়া সাত দফা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছে।
টিটিএন