ঢাকার পর সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট। বুধবার (২৫ ডিসেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনে বিপিএল মিউজিক ফেস্টের আয়োজন করেছে বিসিবি। বিপিএলের আমেজকে সারাদেশে ছড়িয়ে দিতেই বিসিবির এই আয়োজন।
Advertisement
এর আগে গত সোমবার (২৩ ডিসেম্বর) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একদিন বিরতি দিয়ে বুধবার সিলেটে হচ্ছে বিপিএলের মিউজিক ফেস্ট।
সিলেট জেলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টে মঞ্চ মাতাবেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তী নগরবাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। আরও থাকবেন সঙ্গীতশিল্পী তোশিবা।
সিলেটে এই কনসার্ট গ্যালারিতে বসে দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকেটের মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা।
Advertisement
আজ দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া দর্শকরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকেট।
আহমেদ জামিল/এফএ/এএসএম