দেশজুড়ে

এই মুহূর্তে নির্বাচন হলে নাইন্টি পার্সেন্ট সিট পাবে বিএনপি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, নির্বাচিত সরকারের আয়ুষ্কাল পাঁচ বছর হলে অন্তর্বর্তী সরকারের বয়স হওয়া উচিত তিন মাস।

Advertisement

তিনি আরও বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে নাইন্টি পার্সেন্ট সিট পাবে বিএনপি। তাইলে বিএনপি বসে থাকবে কেন? আপনি দেশ চালাইবেন, নাক টিপলে দুধ বের হবে, কে আপনি?

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইটনা সরকারি কলেজ মাঠে ৫৪তম বিজয় উৎসব উদযাপন উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন অ্যাডভোকেট ফজলুর রহমান।

ফজলুর রহমান আরও বলেন, যারা মুক্তিযুদ্ধ মানে না, তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষক। জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক মানে, তারা মুক্তিযোদ্ধাদের অপমান করতে পারে না।

Advertisement

তিনি বলেন, এখন আওয়ামী লীগের এমন পরিস্থিতি হয়েছে যে, একসময় লেখা থাকবে এখানে কোনো আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের ‘আ’ লিখতেও আগামী ১০ বছর লাগবে।

ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাঈল মিঞা, আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।

বক্তব্যের আগে তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের ৭২ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয় দলের পক্ষ থেকে। এসময় ফুল ও ক্রেস্ট দিয়ে তাদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইটনা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান।

Advertisement

এসকে রাসেল/এসআর/এমএস