অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ডিএসই এবং ডিবিএ’র আট সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
Advertisement
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অর্থ উপদেষ্টার কার্যালয়ে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধিদল সাক্ষাতে পুঁজিবাজারের সংস্কারে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং নীতিসহায়তার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
প্রতিনিধিদল বাজার উন্নয়নে প্রধান অন্তরায়সমূহ এবং সেগুলোর প্রতিকারে কিছু প্রস্তাবনা পেশ করেন। এছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা, নেগেটিভ ইক্যুইটির সমাধান, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তি এবং করনীতিতে কিছু পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করা হয়।
Advertisement
উপদেষ্টা প্রস্তাবনাগুলো ইতিবাচক বিবেচনায় নেওয়ার ব্যাপারে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন এবং পুঁজিবাজারের উন্নয়নে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সব অংশীজনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন।
প্রতিনিধিদল উপদেষ্টাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগে ডিএসই এবং ডিবিএ’র পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে নতুন বছরে সংস্কার কার্যক্রমগুলো দৃশ্যমান হওয়া শুরু হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ডিএসই পরিচালনা পর্ষদের সদস্য মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, ডিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার।
এমএএস/ইএ
Advertisement