সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ গণমাধ্যমের স্বাধীনতাকে সুরক্ষিত করবে বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
Advertisement
তিনি বলেন, গত সাড়ে চার মাসে বর্তমান সরকার গণমাধ্যমের ফ্রিডম অফ স্পিচ ও ফ্রিডম অফ এক্সপ্রেশনে হস্তক্ষেপ করেছে এমন কোনো প্রমাণ দিতে পারবে না।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা পরিষদ থেকে সাইবার অধ্যাদেশ-২০২৪ এর খসড়া অনুমোদন হয়েছে এমন তথ্য তুলে ধরেন প্রেস সচিব।
এসময় জনৈক গণমাধ্যম কর্মী তার কাছে প্রশ্ন রেখে বলেন, বিগত সরকারের আমলে সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে অনেক গণমাধ্যম কর্মী নানা রকম হয়রানির শিকার হয়েছেন। নতুন সাইবার অধ্যাদেশ জারি হলে গণমাধ্যম কর্মীরা হয়রানি শিকার হবে কি না? এর উত্তরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত সরকারের আমলে করা সাইবার সিকিউরিটি অ্যাক্ট ত্রুটি পূর্ণ থাকায় সেটি বাতিল করা হয়েছে। নতুনভাবে করা সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও সুরক্ষিত থাকবে।
Advertisement
এমআইএইচএস/এমএস