প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে চোর তন্ত্র জারি করেছিলেন। সেই চোর তন্ত্রে কারা কারা তার সঙ্গে মহাচুরিতে জড়িত ছিলেন, এটা বাংলাদেশের মানুষ জানতে চান এবং এই জানানোটা আমাদের নৈতিক দায়িত্ব। উনি কী পরিমাণ চুরি করেছেন সেটা আপনারা সামনে জানতে পারবেন।
Advertisement
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবে নাগাদ ফিরিয়ে আনা হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির নানান তথ্য প্রকাশের বিষয়টি সরকারের টপ প্রায়োরিটিতে রয়েছে।
আরও পড়ুন
Advertisement
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর আমলে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। ব্যাংকগুলো কীভাবে রবারি (লুট) হয়েছে তা সবাই দেখেছেন। এগুলো সবই জনগণের টাকা। এগুলোর সিরিয়াসলি ইনভেস্টিগেশন চলছে। ওনার আমলে যত চুরি হয়েছিল, লুণ্ঠন তন্ত্র ও চোর তন্ত্র চালু হয়েছিল, তা সবই খতিয়ে দেখা হবে।
প্রেস সচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে নিজেই বলেছিলেন, তার পিয়নের অ্যাকাউন্টে ৪০০ কোটি টাকা লেনদেন হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে খতিয়ে দেখা গেছে আসলে তার অ্যাকাউন্টে ৬২৮ কোটি টাকা লেনদেন হয়েছে।
শফিকুল আলম আরও জানান, এর আগে তিনি নিজে একটি ভালো জায়গায় ২০ বছর চাকরি করেছেন। তার অ্যাকাউন্ট খুঁজলে ২-৩ কোটি টাকার লেনদেন খুঁজে পাবেন না। সেখানে প্রধানমন্ত্রীর পিয়নের ৬২৮ কোটি টাকা লেনদেন হয়।
এমইউ/ইএ/এমএস
Advertisement