উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
Advertisement
তিনি বলেন, আমি নিজের চোখে দেখতে এসেছি, আপনাদের কথা শুনতে এসেছি। খুব তাড়াতাড়ি উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম করা হবে। যাতে করে এই অঞ্চলের মানুষ আন্তর্জাতিক খেলা সরাসরি দেখতে পারেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুরে কাহারোল উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি উল্লেখ করেন, অতীতে উন্নয়নে বৈষম্য হয়েছে। যে এলাকায় নেতা ছিল সে এলাকায় উন্নয়ন হয়েছে।
Advertisement
উপদেষ্টা বলেন, যারা সংস্কারের সুযোগ কাজে না লাগিয়ে দখলদারি চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন তারা বেরিয়ে আসুন। না হলে চরম মূল্য দিতে হবে। আমরা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। যারা আমার ভাইদের শহীদ করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।
তিনি আরও বলেন, দেশে অবশ্যই নির্বাচন হবে এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার শুরু হয়েছে সেই সংস্কার পর্যন্ত সময় দিতে হবে।
এসময় তিনি উপজেলা প্রশাসনের কাছে এলাকার কি কি উন্নয়নে অগ্রাধিকার দেওয়া এবং কি কি সমস্যা রয়েছে তার একটি করে তালিকা নেন। তিনি দুই উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টার একান্ত সচিব মো. আবুল হাসান, রংপুর স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক মো. আবু জাফর, দিনাজপুর পুলিশ সুপার মো. নাজমুল হাসান, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান প্রমুখ।
Advertisement
এমদাদুল হক মিলন/জেডএইচ/এএসএম