কুমিল্লার চৌদ্দগ্রামে এক বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের মজুমদার বাড়ির আব্দুল হক মজুমদারের ছেলে ইসমাইল হোসেন মজুমদার (৪৩), একই এলাকার মৃত সুলতান আহম্মেদ মজুমদারের ছেলে জামাল উদ্দিন মজুমদার (৫৮), কুলিয়ারা ভূঁইয়া বাড়ির মৃত এছাক ভূঁইয়ার ছেলে ইলিয়াছ ভূঁইয়া (৫৮), নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে, কুলিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ (৪৮) এবং চাঁদপুর জেলার সদর থানার মইশাদী গ্রামের জাকির হোসেনের ছেলে ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা: জামায়াতের দুই সমর্থক বহিষ্কারওসি আক্তার উজ জামান বলেন, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে হেনস্তার ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়। ভুক্তভোগীকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়। তিনি অপারগতা প্রকাশ করায় বিষয়টি নিয়ে এগোতে পারিনি। পরবর্তী সময়ে ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
Advertisement
তিনি আরও বলেন, দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে আসামিদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর বিরুদ্ধে হত্যা, তথ্যপ্রযুক্তি, মারামারি ও রাজনৈতিক মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তিনি একাধিকবার গ্রেফতার হন এবং জেলও খাটেছেন। বহুদিন নিজ এলাকায় না এসে আত্মগোপনে ছিলেন। ৫ আগস্টের পর দেশের পটভূমি পাল্টে গেলেও তিনি নিজ এলাকায় আসেননি।
রোববার (২২ ডিসেম্বর) স্থানীয়রা তাকে এলাকায় দেখতে পেয়ে পাতড্ডা বাজার থেকে টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে আসেন। তারা গ্রাম ছাড়ার হুমকি দেন এবং সবার কাছে ক্ষমা চাওয়ার কথা বলেন। এসময় উত্তেজিত জনতা তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।
জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম
Advertisement