দেশজুড়ে

ভারতে প্রবেশের সময় সীমান্তে ৭ বাংলাদেশি আটক

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই মানবপাচারকারীসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিজিবি সরাইল ব্যাটালিয়ন থেকে আটক সাতজনকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তীরকোণা গ্রামের ঘনু রঞ্জন সরকার (২৩), সিংহগ্রামের গোবিন্দ দাস (৩৭), তার সহোদর ধর্ম দাস (২৩), সুশীল শাহাজী (২০), নরসিংদীর রায়পুর উপজেলায় রাজপ্রসাদ গ্রামের মনির মিয়া (৪৫), হবিগঞ্জের মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের হৃদয় মিয়া (২৫) ও মোখলেছুর রহমান (৩০)।

তাদের মধ্যে হৃদয় মিয়া ও মোখলেছুর রহমান মাধবপুর সীমান্তের পরিচিত মানবপাচারকারী। তাদের টাকা দিয়ে অপর পাঁচজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে বিজিবির পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিজিবি জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উল্লেখিত সাতজন মাধবপুরের সস্তামোড়া সীমান্ত দিয়ে ভিসা ও পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে গমনের চেষ্টা করেছিলেন। এসময় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবির টহল দল সীমান্ত পিলার ১৯৯৬/৫ এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/এএসএম

Advertisement