দেশজুড়ে

আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

সাভারের নবীনগরের র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোলাম কবীর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে (বর্তমানে সাদ চত্বর) পুলিশের গুলিতে শহীদ হন সাদ। ওই ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকলেও পুলিশের কোনো সদস্যকে আসামি করা হয়নি।

Advertisement

এ মামলায় এজাহারভুক্ত আসামি করা হয় গোলাম কবীর মোল্লাকে। এছাড়া আরও কয়েকটি মামলায় আসামি করা হয় তাকে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান তিনি।

মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/এমএস