ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও এখনো সে দেশ থেকে কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
Advertisement
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে চিঠি পাঠনো হয়েছে, ভারত এ পত্রের কোনো উত্তর দেবে না বলে গণমাধ্যমে এসেছে। এজাতীয় কোনো তথ্য কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল কূটনৈতিক পত্রটি হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের জানামতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আপনি যেগুলো বলেছেন সেগুলো মিডিয়ায় এসেছে। এ মুহূর্তে এটি নিয়ে আমরা মন্তব্য করবো না। আমরা অপেক্ষা করবো ভারত সরকারের উত্তরের জন্য। সে উত্তরের ওপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।
পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্ট্যাটাসটা কি ভারত সরকার জানিয়েছে, এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, এ বিষয়ে বিগত দিনগুলোতে বিভিন্ন সময় গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি। পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব মহোদয় উত্তর দিয়েছেন। এটি নিয়ে আমার কমেন্টস করার সুযোগ নেই। আমি স্পেসিফিকলি বলতে পারবো না।
Advertisement
আরও পড়ুন:
হাসিনাকে প্রত্যর্পণের চিঠি প্রসঙ্গে যা বললেন মহেশ সাচদেবতিনি আরও বলেন , বাংলাদেশের নোট ভারবালের (কূটনৈতিক পত্র) পরিপ্রেক্ষিতে ভারত সরকারের উত্তরের জন্য একটি স্বাভাবিক সময় পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে। এর মধ্যে উত্তর না পেলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে তাগিদপত্র দেওয়া হবে।
সে স্বাভাবিক সময় কতদিন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্ভর করে কোন বিষয়ের ওপর কথা হচ্ছে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এটার স্বাভাবিক সময় ব্র্যাকেটিং করার সুযোগ নেই।
এসব ক্ষেত্রে কখনো কখনো কোনো কোনো বিষয় বছরের পর বছর লেগে যায় বলেও তিনি মন্তব্য করেন।
Advertisement
আইএইচআর/এসএনআর/এমএস