রাজধানীর কাকরাইল মোড়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) ব্যক্তি মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, সিআইডি ক্রাইমসিন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করবে। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
Advertisement
কেএজেডআইএ/এমকেআর/এএসএম