তুরস্কে একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও চারজন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।
Advertisement
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবারের ওই শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তিনি ওই দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটির বালিকেসির প্রদেশের কাভাকলি গ্রামের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই কারখানার সামনে বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বালিকেসির গভর্নর ইসমাইল উস্তাওগলু জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ওই কারখানার ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
তিনি বলেন, নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর নয়।
আরও পড়ুন: তুরস্কে হাসপাতালের ওপর ভেঙে পড়লো হেলিকপ্টার, নিহত ৪ ব্রাজিলে বিমান বিধ্বস্তে ৬২ আরোহী নিহতসেখানে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিস্ফোরক কারখানার একটি সেকশনে আগুন লাগে। বিস্ফোরণে কারখানার একটি অংশ ধসে পড়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
টিটিএন
Advertisement