আইন-আদালত

সাবেক এমপি সাইফুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Advertisement

আরও পড়ুন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  পুলিশের গাড়িতেই পুড়িয়ে দেওয়া হয় মরদেহগুলো  আশুলিয়ায় মরদেহে আগুন: হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও দুই অভিযোগ 

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আসামিদের গ্রেফতারের এ নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আগামী ২৬ জানুয়ারি তার বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এফএইচ/এসএনআর/জিকেএস

Advertisement