তথ্যপ্রযুক্তি

কিউআর কোডে পেমেন্ট করছেন, যা খেয়াল রাখবেন

কেনাকাটা করে পেমেন্ট করতে এখন কিউআর কোড ব্যবহার করছেন। তবে কিউআর কোড ব্যবহার করে বিপদে পড়তে পারেন যে কোনো সময়। প্রতারকরা কিউআর কোডের মাধ্যমে জালিয়াতি করতে পারে যে কোনো সময়। পেমেন্ট করতে গিয়ে দেখছেন, মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক কীভাবে কিউআর কোড ব্যবহারে সতর্ক হবেন-

>> কিউআর কোড স্ক্যান না করে, চেষ্টা করতে হবে মোবাইল নম্বর বা ইউপিআই আইডিতে পেমেন্ট করার। তা অপেক্ষাকৃত বেশি সুরক্ষিত। আপনি যে অ্যাকাউন্ট থেকে সর্বত্র অনলাইন পেমেন্ট করেন, চেষ্টা করুন সেখানে কম টাকা টাকা রাখতে।

আরও পড়ুনগুগল শিটে ছবি বা লোগো যুক্ত করবেন যেভাবে

>> যদি হঠাৎ করে অপরিচিত কেউ কোনো লিংক পাঠান। তাতে পেমেন্ট করার আগে ভালো করে তা খতিয়ে দেখুন। প্রতারকদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই লিংকে বিভিন্ন রকম বানান ভুল থাকে।

>> অপরিচিত কারো পাঠানো লিংকে পেমেন্ট করার আগেই একটু সতর্ক হলেই বাঁচতে পারেন জালিয়াতদের হাত থেকে।

Advertisement

>> কোথায় কিউআর কোড স্ক্যান করছেন তা খেয়াল করুন। তাদের আগের কোনো প্রতারণার নজির আছে কি না একবার দেখে নিন।

>> স্ক্যান করার আগে কিউআর কোডের গন্তব্য ইউআরএল এর পূর্বরূপ দেখুন। ইউআরএল অপরিচিত বা সন্দেহজনক হলে সতর্ক থাকুন।

>> আপনার ডিভাইস আপডেট করুন। আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং অ্যাপগুলোকে আপ টু ডেট রাখুন।

>> টু-ফ্যাক্টর চালু রাখুন আপনার ফোন বা ডিভাইসে। এতে একটি অতিরিক্ত স্তর যুক্ত করতে পারবেন আপনার সব অ্যাকাউন্টে।

Advertisement

আরও পড়ুন ল্যাপটপ স্লো হলে যা করবেনযে ৪ শব্দ গুগলে সার্চ করলে মজার ব্যাপার ঘটবে

সূত্র: সিনেট

কেএসকে/জেআইএম