বিনোদন

ভালোবাসার নৌকায় পপি

মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্ন আছে বলেই মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে। নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন চাওয়া-পাওয়া, কারও স্বপ্ন রঙিন ঘড়ি হয়ে আকাশে ছোঁয়া। তেমনই একজন রিতা। ছুটেছে তার স্বপ্ন নিয়ে। বাবা-মা হারা রিতা খালার বাড়িতে মানুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করে চাকরির উদ্দেশ ঢাকার অভিমুখে পা বাড়ায়। ঢাকায় তার অস্তিত্বের লড়াইয়ে সে বার বার পরাস্ত হয়। যান্ত্রিক ইট সুরকির বেড়াজালে সে হাঁপিয়ে ওঠে। পায় না কোনো ঠিকানা। ঠিক সেই মুহূর্তে চাকরি নামক এক সোনার হরিণ তার কাছে ধরা দেয়। চাকরি পেয়ে অংকের সঙ্গে প্রেমের ভাব বিনিময়।এদিকে অতিথিপরায়ণ নিলয়ের সঙ্গে চোখে চোখে মন বিনিময় হতে থাকে। একদিকে অংক অন্যদিকে নিলয় দুজনের প্রেমে হাবুডুবু খেতে থাকে রিতা। বিপ্লব হায়দারের রচনা এবং পরিচালনায় ‘ভালোবাসার নৌকা’ নামের একটি টেলিফিল্মে রিতা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। এ প্রসঙ্গে তিনি বলেন, গল্পটি আমার বেশ ভালো লেগেছে। একজন মেয়ের জীবন-সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে এতে। আশা করছি সবার ভালো লাগবে। টেলিফিল্মটি আজ বিকাল ৩টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।

Advertisement