চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে বিজিবি। এসময় এক পাচারকারীকেও আটক করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে বিজিবির টহল টিম ওই দুই নারীকে জয়নগর মাঠ থেকে উদ্ধার করা হয়।
Advertisement
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৩টার দিকে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় সীমা আক্তার (৩৪) ও সঙ্গীতা বৈরাগী (২০) নামে দুজনকে উদ্ধার করে। পরে ‘রাইটস যশোরের’ মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি জানান, ভারতে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের পাচার করছিল একটি চক্র। এ ঘটনায় উদ্ধার সীমা আক্তার বাদী হয়ে মামলা করেছেন।
Advertisement
হুসাইন মালিক/আরএইচ/এএসএম