জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু করবে নতুন বছরের প্রথম দিন থেকে। আবেদনের শেষ সময় ২১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট।
Advertisement
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এ শিক্ষা প্রতিষ্ঠানটির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি। শুক্র ও শনিবার বাদে অন্য দিনগুলোতে পরীক্ষার চূড়ান্ত তারিখ পরে ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আবেদন সম্পন্ন হলে ২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয় নির্ধারণ করবেন কীভাবে কৃষিবিজ্ঞানে অনার্স, চাকরি কোথায়সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, এবং বিজ্ঞান বিভাগের দুটি অনুষদে একসঙ্গে আবেদন করতে ফি লাগবে ৯০০ টাকা। বিজনেস স্টাডিজে আবেদন করতে লাগবে ৭৫০ টাকা। তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ফি ৫০০ টাকা। এছাড়া বাকি চারটি অনুষদে আবেদন ফি ৬০০ টাকা। অনলাইনে আবেদন করে ফি দেওয়ার সময় ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ আবেদনকারীকে দিতে হবে।
আরও পড়ুন ছাত্ররাজনীতি মুক্ত খুবিতে শুরু হচ্ছে ভর্তির আবেদন রুয়েটে আবেদন বছরের শুরুতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে বুটেক্সে আবেদন শুরু বছরের প্রথম দিন থেকেএ বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।
Advertisement
এএমপি/এমএস