ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আবাসিক হলে রাতে প্রবেশের ক্ষেত্রে সময়সীমা বেধে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদের রাত ১১টার মধ্যে আর ছাত্রীদের মাগরিবের আজান হওয়ার ১৫ মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।
Advertisement
হল সূত্রে জানা যায়, শনিবার প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সাধারণ সভা হয়। সভায় তিন নম্বর প্রস্তাবে ছাত্র-ছাত্রীদের হলে রাতে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদের পাঁচটি হলে রাত ১১টার মধ্যে প্রবেশ বাধ্যতামূলক এবং ছাত্রীদের তিনটি হলে মাগরিবের আজান হওয়ার ১৫ মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. এ.বি.এম. জাকির হোসেন বলেন, রাতে বাইরের লোকজন হলে আসে বলে বিভিন্ন হলের প্রভোস্ট জানিয়েছেন। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি ভালো হলে প্রয়োজনে এই সিদ্ধান্ত বাতিল করা হবে।
মুনজুরুল ইসলাম/জেডএইচ/জেআইএম
Advertisement