জাতীয়

মুক্তিযোদ্ধাকে অবমাননার নিন্দা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের

কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রোববার মুক্তিযোদ্ধা আবদুল হাইকে অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

Advertisement

সোমবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, মুক্তিযোদ্ধা আবদুল হাইকে অবমাননার ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করতে পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন জমি নিয়ে বিরোধ, প্রকাশ্যে দুই নারীকে পেটালেন যুবক  সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা 

পুলিশের বরাত দিয়ে তিনি জানান, আবদুল হাই হত্যাকাণ্ডসহ মোট নয়টি মামলায় আসামি।

দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি অনুরোধ জানান আবুল কালাম আজাদ মজুমদার।

Advertisement

এমইউ/কেএসআর/জিকেএস