খেলাধুলা

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

টটেনহ্যাম হটস্পারের ম্যানেজার অ্যাঞ্জে পোস্তেকোগলু ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নাটকীয় জয়ের পর বিখ্যাত সিনেমা গ্ল্যাডিয়েটর থেকে একটি লাইন তুলে এনে প্রশ্ন করেছিলেন-আপনারা কি বিনোদিত হচ্ছেন না?

Advertisement

এই লাইনটি পোস্তেকোগলু তার আক্রমণাত্মক কৌশল নিয়ে বলেছিলেন। কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৩-০ গোলের লিড প্রায় হারাতে বসেছিল হটস্পার, সেখান থেকে শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় লাভ করে।

তবে সমস্যা হলো, পোস্তেকোগলুর বিনোদনের ধারণা কখনও কখনও ব্যাকফায়ারও করছে। যেমনটা তিনি এবং তার দল বুঝতে পেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের নিজেদের সমর্থকদের সামনে লিভারপুলের কাছে নির্মমভাবে হারার পর।

এবার দর্শককে বিনোদন দেওয়া ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হটস্পারকে হতাশায় ডুবিয়ে ৬-৩ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল।

Advertisement

এই জয়ের পর আর্নে স্লটের দল বড়দিনের আগে এক ম্যাচ হাতে রেখে চেলসির থেকে চার পয়েন্ট এগিয়ে শিরোপা দৌড়ে নেতৃত্ব দিচ্ছে, যেখানে টটেনহ্যাম ১১তম স্থানে পড়ে আছে।

১৬ ম্যাচে এখন ৩৯ পয়েন্ট শীর্ষে থাকা লিভারপুলের। ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা চেলসির, যারা আজ পয়েন্ট হারিয়েছে এভারটনের সঙ্গে ড্র করে।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে লিভারপুল প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ৩-১ গোলে। ম্যাচের প্রথম গোলটি লিভারপুল পায় ২৩ মিনিটে। লুইস দিয়াজের গোলে এগিয়ে যাওয়া দলটি ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৪১ মিনিটে জেমস ম্যাডিসনের দূর পাল্লার গোলে ব্যবধান কমায় টটেনহাম। প্রথমার্ধের যোগ করা সময়ে দমিনিক সবোসলাইয়ের গোলে ৩-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় লিভারপুল।

বিরতি থেকে ফেরার পর ৫৪ ও ৬১ মিনিটে সালাহর জোড়া গোলে ৫-১ গোলে এগিয়ে যায় লিভারপুল। সেখান থেকে দুর্দান্তভাবে লড়াইয়ে ফেরে টটেনহ্যাম। ৭২ মিনিটে দেয়ান কুলুসেভস্কি ও ৮৩ মিনিটের ডমিনিক সোলাঙ্কির গোল ৫-৩ বানায়।

Advertisement

টটেনহ্যাম আরেকটি গোল পেলে লড়াই জমে যেতো। কিন্তু গোলবন্যার ম্যাচে শেষ হাসি হাসে লিভারপুল। কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ ৮৫ মিনিটে গোল করে ম্যাচের সব উত্তেজনায় পানি ঢেলে দেন। শেষ পর্যন্ত ৬-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এমএমআর/জেআইএম