রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ ডিসেম্বর) রাজশাহী মহানগর আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Advertisement
এর আগে ৬ অক্টোবর ঢাকা থেকে গ্রেফতার হন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এরমধ্যে নগরীর বোয়ালিয়া থানার একটি মামলায় তার রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল।
রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)। তিনি আদালতে আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রিমান্ড শুনানির জন্য রোববার দুপুরে আসাদকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলা হয়েছিল। রিমান্ড শুনানির পর প্রিজন ভ্যানে তোলার সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আসাদ বলেন, ‘কিচ্ছু বলার নাই। অন্যায়ভাবে আছি। বিজয় হবেই, ইনশাআল্লাহ।’ এ সময় সবার কাছে দোয়া চান তিনি। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি প্রিজন ভ্যানে ওঠেন।
Advertisement
সাখাওয়াত হোসেন/জেডএইচ/জিকেএস