রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হতে চান এমন শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা মাত্র ১১ দিন। ২০২৫ সালের ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে ১৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
Advertisement
রুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তির জন্য আবেদনকারীদের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫। কোনো কোনো বিভাগের জন্য এই পরীক্ষার পরও দিতে হবে নির্বাচনী লিখিত পরীক্ষা, যার তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৫।
আর্কিটেকচার বিভাগসহ সব বিভাগে পরীক্ষা দিতে চাইলে আবেদন ফি দিতে হবে ১ হাজার ৪৫০ টাকা। তবে আর্কিটেকচার বাদে অন্যগুলোর জন্য আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টা।
রুয়েটে সর্বমোট ১ হাজার ২৩৫টি আসনের জন্য আবেদনকারীদের ১০০ নম্বরের একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা, পদ্ধতি এমসিকিউ। এ ছাড়া ৩৫০ নম্বরের ২ ঘণ্টার লিখিত নির্বাচনী পরীক্ষায়ও অংশ নিতে হবে। আর্কিটেকচার বিভাগে আবেদনকারীদের অতিরিক্ত আরও এক ঘণ্টার ১০০ নম্বরের ফ্রি হ্যান্ড ড্রয়িং বা মুক্তহস্ত অংকন পরীক্ষা দিতে হবে।
Advertisement
ভর্তি ও ভর্তিপরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে।
আরও পড়ুন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয় নির্ধারণ করবেন কীভাবে কৃষিবিজ্ঞানে অনার্স, চাকরি কোথায়এএমপি/আরএমডি/জিকেএস