ফের কলকাতার ফ্লাইওভারে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, দানিস আলম (১৮) এবং আনিস রানা (১৯)। তারা দুজনেই কলকাতার বউবাজার এলাকার বাসিন্দা। স্থানীয় সময় রোববার (২২ ডিসেম্বর) কলকাতার চিংড়িঘাটের ‘মা’ ফ্লাইওভারে ওই দুর্ঘটনা ঘটেছে।
Advertisement
রোববার সকালে ফ্লাইওভার দিয়ে চিংড়িঘাটার দিক থেকে পার্ক সার্কাস যাওয়ার সময় সাইন্স সিটির মোড়ের ব্রিজের ওপরে পরমা আইল্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে একটি বাইক। পরে ওই বাইকসহ একেবারে ওপর থেকে দুজন নিচে ছিটকে পড়েন। বাইক চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর মাথায় কোনো হেলমেট ছিল না।
প্রগতি ময়দান থানার পুলিশ বাইক চালক ও আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলকাতার শেঠ শুকলাল কর্নানি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা দেয়।
আরও পড়ুন: ইরানে বাস খাদে পড়ে নিহত ১০ আফগানিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ সিরিয়া আবারও মুক্ত হবে: ক্ষমতাচ্যুত আসাদের বিবৃতিপ্রগতি ময়দান থানার পুলিশ জানিয়েছে, রোববার সকালে দাদার বাইক নিয়ে বেরিয়েছিলেন দুজন। চালকের মাথায় হেলমেট থাকলেও পেছনে বসা আরোহীর মাথা ফাঁকা ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি নিচে পড়ে যায়। এই দুর্ঘটনা তদন্ত করা হচ্ছে।
Advertisement
ডিডি/টিটিএন