আন্তর্জাতিক

হত্যাকারীদের খোঁজে আসামে সামরিক অভিযান

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে যে বোড়ো বিদ্রোহীরা পরপর বেশ কয়েকটি হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি লোককে হত্যা করেছে, তাদের খোঁজে সামরিক বাহিনির হেলিকপ্টার অভিযান শুরু করেছে। প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় সৈন্যও মোতায়েন করা হয়েছে।হামলা হয়েছে যে দুটি জেলায় তার একটি শোনিতপুরে গিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিদ্রোহীদের প্রতি কোনোরকম নরম মনোভাব দেখানো হবে না। কর্তৃপক্ষ এই হামলার জন্য এনডিএফবি নামে বোড়ো সংগঠনের একটি শাখাকে দায়ী করেছে। এই সংগঠনটি বোড়োদের জন্যে পৃথক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে সশস্ত্র লড়াই করছে। হামালার পরপরই বহু মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।আসামে এর আগে বেশ কয়েকবার জাতিগত দাঙ্গার ঘটনা ঘটেছে। কিন্তু সংবাদদাতারা বলছেন যে ভুটান সীমান্তের কাছে সবশেষ এই হামলার বর্বরতা স্থানীয় লোকজনকে স্তম্ভিত করেছে। সংবাদদাতারা বলছেন, আসামে এই সহিংসতা এখনও চলছে এবং তা ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়। বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে।আদিবাসী সংগঠনগুলো এর প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ করছে। বৃহস্পতিবার এরকম একটি সমাবেশে পুলিশ গুলি চালালে অন্তত পাঁচজন বোড়ো নিহত হয়েছে বলে সংবাদদাতারা জানিয়েছেন। খবর: বিবিসি

Advertisement