গাজীপুরের শ্রীপুরে ওভার ট্রেকিংয়ের সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
Advertisement
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি জেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে। তিনি পেশায় ঠিকাদার। পরিবার নিয়ে তিনি গাজীপুরের জয়দেবপুর এলাকায় ভাড়া থাকতেন। অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহতের স্ত্রী শিরিনা আক্তার বলেন, সকালে কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় একটি মাদরাসার সাইড পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হয়েছিলেন। সেখানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
Advertisement
মাওনা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা বলেন, শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেল ওভারটেকিং করার সময় ট্রাকের পাশে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এএইচ/জেআইএম