লাইফস্টাইল

আজ বিছানা গুছিয়েছেন?

কুয়াশাচ্ছন্ন শীতের সকালে লেপ-কম্বলের আদর ছেড়ে ঘুম থেকে ওঠা বেশ কষ্টকর। তার চেয়ে কষ্টকর হলো বিছানা গোছানো। তবে অনেকের মতে, বিছানা না গোছোলে সারাদিনটা তাদের ভালো কাটে না। আবার এ নিয় আছে নানা কুসংস্কারও।

Advertisement

আবার অনেকেই হয়তো কর্মব্যস্তার তাড়নায় বিছানা না গুছিয়েই বের হয়ে যান ঘর থেকে। তবে আজ কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আজ বিছানা না গোছানোরই দিন। বিশ্বের অনেক দেশেই অদ্ভূত এই দিবস পালিত হয়।

আরও অবাক করা বিষয় হলো, এই দিনের প্রবর্তক হলেন মেক্সিকোর পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী। তার নাম শ্যানন বারবা। এই শিক্ষার্থী সরাসরি মার্কিন কংগ্রেসের কাছে নিজের আর্জি জানিয়ে একটি চিঠি লেখেন।

শীতে কেন বাড়ে জয়েন্টের ব্যথা? ডিভোর্সের ঝোঁক বেশি কাদের মধ্যে?

‘আমার বিছানা গোছাতে একদমই ভালো লাগে না। এমন একটি দিন যদি থাকতো, যেদিন কাউকেই নিজের বিছানা গোছানো লঅগতো না, তাহলে কতই না ভালো হতো। দয়া করে আপনারা যদি এ নিয়ে একটি বিল পাস করেন, তাহলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব।’

Advertisement

অবশেষে ছোট্ট এই শিশুর আবদার পূরণে দিবসটির প্রচলন ঘটে। শুধু শ্যাননই নয়, বড়রাও মাঝে মধ্যে বিছা গোছাতে বিরক্ত ও ক্লান্ত বোধ করেন। তাই দিবসটি সত্যিই মজার। চাইলে আপনিও আজ বিছানা না গুছিয়েই দিন কাটাতে পারেন।

তথ্যসূত্র: ডে’জ অব দ্য ইয়ার

জেএমএস/এমএস

Advertisement