দেশজুড়ে

হবিগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি আব্দুস সামাদ সুমনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সুমন উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

Advertisement

তিনি জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাধবপুর উপজেলা সদরসহ ভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলা, মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে থানায় করা মামলায় এজাহারনামীয় আসামি আব্দুস সামাদ। ৫ আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন যড়ষন্ত্র করে যাচ্ছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোক/এসআর/এএসএম