শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
Advertisement
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
অভিনন্দন বার্তায় তারেক রহমান বলেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। "সাবাশ বাংলাদেশ। এ এক নতুন বাংলাদেশ। বলতে পারেন ক্রিকেটের এ এক অনন্য তৃপ্তি। এটি আমাদের বড় অর্জন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, এখন যেমন সত্যিই ভালো খেলছেন আবার যখন খেলবেন তখন আরও ভালো খেলবেন এই প্রত্যাশা করি।
Advertisement
কেএইচ/এমএইচআর/এএসএম