ভ্রমণ

সূর্যাস্তের আভায় ফুটে ওঠে সুমনডাঙ্গার হাসি

যশোরের সুমনডাঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন পর্যটকরা। ধানক্ষেত ও মাছের ঘের ঘিরে এই বিল যেন জীবন্ত এক শিল্পকর্ম। তবে এবার অতিবৃষ্টি ও সুইসগেট দিয়ে পানি না যাওয়ার কারণে সৃষ্ট জলাবদ্ধতা, সুমনডাঙ্গার বিলকে রূপান্তরিত করেছে এক অন্যরকম ও প্রাণবন্ত জলাধারে।

Advertisement

এই বিলে নৌকায় চড়ে ভেসে বেড়ানো যেন এক অনন্য আনন্দের উৎস। সাদা-বেগুনি শাপলার দৃশ্য বিলের সৌন্দর্যে একটি নতুন ও মনোমুগ্ধকর মাত্রা যোগ করেছে। কেউ নৌকা থামিয়ে শাপলা তুলে নেন, আবার কেউ সেই ফুলের মাঝে ছবির মাধ্যমে মনের স্মৃতিতে ধরে রাখেন।

আরও পড়ুন চোখ জুড়াবে ‘নিউজিল্যান্ড পাড়া’, কীভাবে পৌঁছাবেন?  সরিষা ফুলের মিষ্টি গন্ধে ভাসছে খাটুয়াডাঙ্গা 

গোধূলির সময় এই বিল ধারণ করে এক মায়াবী রূপ। সূর্য যখন পশ্চিম আকাশে লাল-কমলা রং ছড়িয়ে বিদায় জানায়, তখন বিলের পানিতে সোনালি আভা ছড়িয়ে পড়ে। বাতাসে সন্ধ্যার নিরবতা আর দূর থেকে ভেসে আসা পাখিদের ডাক বিলের সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে।

শাপলা ফুলের উপর পড়া সূর্যাস্তের আলো যেন এক স্বপ্নময় অনুভূতির সৃষ্টি করে। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে করুণ এক বাস্তবতা। অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে এই মৌসুমে ধান চাষ কিংবা মাছের ঘের করা সম্ভব হয়নি। যা কৃষকদের জীবন-জীবিকায় ফেলেছে প্রভাব।

Advertisement

তবুও সুমনডাঙ্গার বিল প্রকৃতির এক অনন্য উপহার। এর শাপলা ফুল, গোধূলির মোহনীয় রূপ আর নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ, জীবনের ছোট ছোট সৌন্দর্য উপভোগ করার এক অপূর্ব দৃষ্টান্ত।

জেএমএস/জিকেএস