আগামী বছর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রেল রুটে দুই জোড়া ট্রেন চলাচল করবে। এ ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘প্রবাল এক্সপ্রেস’ এবং ‘শৈবাল এক্সপ্রেস’।
Advertisement
রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের দপ্তর জানিয়েছে, মূলত বর্তমানে চলাচলরত “কক্সবাজার স্পেশাল” স্থায়ী হওয়ার পাশাপাশি আরও এক জোড়া ট্রেন নতুন বছরের শুরু থেকে চালু হবে। মূলত কক্সবাজার স্পেশাল ট্রেনটিই নতুন বছর থেকে এই রুটে দুইবার যাওয়া আসা করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন বলেন, কক্সবাজার স্পেশাল নামে ট্রেনটি এ রুটে স্থায়ীভাবে চলাচল করবে। পাশাপাশি নতুন আরও এক জোড়া ট্রেন এই রুটে চলাচল করবে। এতে যাওয়া আসায় মোট চার ট্রিপ চলাচল করবে।
তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেনগুলো আন্তঃনগরের মতোই চলবে। জানুয়ারি থেকে এই ট্রেনে খাবারের গাড়িও যুক্ত করা হবে। এটি নন এসি হলেও এখানে প্রথম শ্রেণির কেবিন থাকবে, প্রথম শ্রেণির চেয়ার থাকবে, শোভন চেয়ার থাকবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ৪ ঘণ্টা। বড় বড় স্টেশনগুলোতে থামবে ট্রেনটি।
Advertisement
রেলওয়ের বাণিজ্যিক বিভাগ থেকে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি এই রুটে স্থায়ী করার পাশাপাশি ট্রেনটি দুই ট্রিপের পরিবর্তে চার ট্রিপ চলাচলের জন্য রেল ভবনে প্রস্তাব দিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো.শহিদুল ইসলাম। এই রুটে যাত্রীদের বিপুল চাহিদার কথা বিবেচনা করে এ প্রস্তাব দেওয়া হয়েছে। এতে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ার পাশাপাশি পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে বলে মনে করছে রেলওয়ের বাণিজ্যিক বিভাগ।
রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহণ ও বাণিজ্যিক বিভাগের কর্মকর্তারা বলছেন, বিদ্যমান জনবল এবং লজিস্টিকস ব্যবহার করেই কক্সবাজার স্পেশাল ট্রেনটি নিয়মিত করা ও ট্রিপ সংখ্যা বাড়ানো সম্ভব।
চট্টগ্রাম-কক্সবাজার রুটে জানুয়ারি থেকে যে দুই জোড়া ট্রেন চলাচল করবে, তার মধ্যে প্রথম ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে সকাল সাড়ে ৬টায়। কক্সবাজারে পৌঁছাবে সকাল ১০টায়। ওই ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটি চট্টগ্রামে পৌঁছাবে বেলা সোয়া ২টায়। চট্টগ্রাম রেলস্টেশন থেকে বেলা পৌনে তিনটায় ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ওই ট্রেনটি কক্সবাজার স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় আবার ছাড়বে ট্রেনটি। সেটি চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছাবে রাত সাড়ে ১০টায়।
এই দুই জোড়া ট্রেন যাত্রী ওঠা-নামার জন্য ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে।
Advertisement
এমডিআইএইচ/এসআইটি/জিকেএস