খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে, পাকিস্তানও খেলতে যাবে না ভারতে

অবশেষে তবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটা সিদ্ধান্তে আসতে পারলো আইসিসি! হাইব্রিড মডেলেই আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্টটি। যার অর্থ, ভারতের ম্যাচগুলো আয়োজক দেশ পাকিস্তানে নয়, হবে নিরপেক্ষ ভেন্যুতে।

Advertisement

তবে এর জন্য ভারতকেও দায় চুকাতে হবে। ২০২৪-২০২৭ চক্রের মধ্যে ভারতে আয়োজিত আইসিসির টুর্নামেন্টে তাদের দেশে খেলতে যাবে না পাকিস্তান, খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। এই বিষয়টি নিয়ে আইসিসির বোর্ডে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকইনফো'।

২০২৪-২০২৭ এই সময়ের মধ্যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ২০২৫ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যৌথভাবে ভারত এবং শ্রীলঙ্কা।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি। তবে ভেন্যু জটিলতায় এখন পর্যন্ত টুর্নামেন্টের শিডিউল ঠিক করতে পারেনি আইসিসি। এখন হাইব্রিড মডেল হয়ে গেলে সেই জটিলতা কাটবে।

Advertisement

তবে ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু কোনটি হবে, তার প্রস্তাবনা দেবে আয়োজক দেশের ক্রিকেট বোর্ড। ভেন্যুর অনুমোদন দেবে আইসিসি। আলোচনায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার নাম।

এমএমআর/এমএস