কোনো ঘরে প্রাণীর ছবি টাঙানো থাকলে এবং ছবি দৃশ্যমান থাকলে ওই ঘরে নামাজ আদায় করা মাকরুহ। প্রাণীর ছবি নামাজ আদায়কারীর সামনে, ডানে, বামে থাকুক বা পেছনে থাকুক ওই ঘরে নামাজ আদায় করা একইরকম মাকরুহ বা অপছন্দনীয়। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, যে ঘরে ছবি আছে তাতে নামাজ পড়ো না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা)
Advertisement
তবে এ রকম ঘরে নামাজ আদায় করা নাজায়েজ নয়। সামনে বা পেছনে দৃশ্যমান ছবি থাকা অবস্থায় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে; পুনরায় পড়তে হবে না।
স্মর্তব্য যে, ঘরে কোনো প্রাণীর ছবি টাঙিয়ে রাখা কিংবা প্রদর্শনী হয় এভাবে খোলা রাখা নাজায়েজ। কোনো ঘরে ছবি টাঙানো থাকলে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করেন না যাতে কোনো কুকুর রয়েছে এবং এমন ঘরেও না, যাতে কোনো (প্রাণীর) ছবি রয়েছে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
হজরত আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) যখন তাবুক যুদ্ধের সফরে ছিলেন, আমি আমার ঘরে পাতলা কাপড়ের একটি পর্দা লাগিয়েছিলাম; তাতে প্রাণীর অনেকগুলো ছবি ছিল। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফিরে এসে যখন এটা দেখলেন, তখন তা ছিঁড়ে ফেললেন এবং বললেন, কেয়ামতের দিন সে সব মানুষের সবচেয়ে কঠিন শাস্তি হবে, যারা আল্লাহর সৃষ্টির (প্রাণীর) অনুরূপ তৈরি করবে। (সহিহ বুখারি)
Advertisement
ওএফএফ/এমএস